সম্প্রতি “ইউনুস বাহিনীর ফিল্ম স্টাইলে অস্ত্র নিয়ে চাঁদাবাজি” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। ভিডিওটিকে বাংলাদেশের ঘটনা বলে প্রচার করা হলেও অনুসন্ধানে দেখা যায়, এটি আসলে ভারতের একটি ঘটনা।
ফ্যাক্ট রিভিউ টিম যাচাই করে দেখেছে, ভিডিওটি চলতি বছরের জুলাই মাসে ভারতের পাটনায় ধারণ করা। সেখানে কুখ্যাত গ্যাংস্টার চন্দন মিশ্রকে হাসপাতালে ঢুকে সশস্ত্র হামলাকারীরা গুলি করে হত্যা করে।
ভিডিওর কী-ফ্রেম রিভার্স সার্চ করে NDTV-র ইউটিউব চ্যানেলে ১৭ জুলাই প্রকাশিত “Patna Hospital Gang War” শিরোনামের ভিডিওর সঙ্গে একেবারে হুবহু মিল পাওয়া যায়।
অতএব, এটি বাংলাদেশের নয় বরং ভারতের পাটনার গ্যাং-সংঘর্ষের ভিডিও। সেটিকে বাংলাদেশের ঘটনা হিসেবে চালানো সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
তথ্যসূত্র:

