সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের ছবি ব্যবহৃত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে লেখা আছে— “চাপের মুখে, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের চাইতে ডক্টর ইউনূসের বিদায়ই উত্তম, এখনও থানা ও পুলিশেরই কোন নিরাপত্তা নেই, তাহলে ভোটকেন্দ্রের নিরাপত্তা কীভাবে সম্ভব?” তদন্তে দেখা গেছে, এ ধরনের পোস্টটির কোনও নির্ভরযোগ্য উৎস নেই এবং ফটোকার্ডে এর উৎস সম্পর্কেও কোনও তথ্য উল্লেখ করা হয়নি।
তাছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার মন্তব্য দাবি করে যে বক্তব্যটি প্রচার করা হয়েছে, তা নিয়ে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন এ ধরনের কোনো মন্তব্য করেননি। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে খোঁজ করেও এই বক্তব্যের সমর্থনে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। ফলে নিশ্চিত হওয়া যায় যে দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর গুজব।
অতএব আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং এতে করা দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

