Google search engine
HomePoliticsঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের নামে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের নামে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

গত ১৪ আগস্ট ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে—এমন দাবি করে একটি ভিডিওটি ভাইরাল হয়েছে, যাতে বাংলাদেশের পতাকার পাশেই পাকিস্তানের পতাকা দেখা যায়। তবে আলোচিত ভিডিওটি নিয়ে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি আসলে পাকিস্তানের স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠান নয় বরং ২০২৫ সালের এপ্রিল মাসে গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত এক ছাত্রসমাবেশের দৃশ্য।

ওই সমাবেশে বাংলাদেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশে অধ্যয়নরত কিছু পাকিস্তানি শিক্ষার্থীও অংশ নিয়েছিলেন এবং তারা সংহতি জানানোর জন্য নিজেদের দেশের পতাকা বহন করছিলেন। ভিডিওটির মূলসূত্র পাওয়া যায় একজন পাকিস্তানি শিক্ষার্থী মোহাম্মদ তাহিরের ফেসবুক পোস্টে, যেখানে সেটি ৮ এপ্রিল তারিখে “বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থী এক হয়ে নামলেন ফিলিস্তিনের পক্ষে” শিরোনামে প্রকাশিত হয় যা ছিল মূলত Bangla Edition ইউটিউব চ্যানেলের প্রকাশিত একটি প্রতিবেদন।

সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায়, গাজায় সংঘটিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। অতএব, ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের নামে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular