সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দড়ি বাঁধা কয়েকজন ব্যক্তিকে পুলিশের গাড়িতে তোলার একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় যে এটি ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর দৃশ্য। এসব পোস্টের বেশিরভাগই ভারত থেকে পরিচালিত অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এবং পোস্টগুলোতে বাংলাদেশকে ব্যঙ্গ করে উপস্থাপন করা হয়েছে।
তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসলে ১৪ জুলাই বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ চুরি করার সময় ভারতীয় দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটকের ঘটনার। অনুসন্ধানে পাওয়া মাছরাঙা টিভির ১৫ জুলাই প্রচারিত ভিডিও প্রতিবেদনের সাথে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়—আটক ব্যক্তির পোশাক, অবস্থান ও পটভূমি এক। মোংলা থানার ওসি জানান, তাদের সবার বাড়ি ভারতের ২৪ পরগণা জেলায়।
প্রথম আলোসহ মূলধারার গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নৌবাহিনী ট্রলারগুলো ফেয়ারওয়ে বয়ার কাছে আটক করে এবং মামলার পর মোংলা থানায় হস্তান্তর করে। তাই এটি বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা নয়, বরং ভিডিওতে থাকা ব্যক্তিরা ভারতীয় জেলে যারা মূলত বাংলাদেশে অবৈধ প্রবেশ করে মাছ চুরি করতে এসেছিল।
অতএব আলোচিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।
তথ্যসূত্র:

