সম্প্রতি সামাজিক মাধ্যমে “বরিশাল মেডিকেলের টেন্ডার দখলকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর লাঠিচার্জ” শিরোনামে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন হাওলাদার রনির ছবি এবং চ্যানেল২৪-এর লোগো ব্যবহার করা হয়েছে।
ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে জানা যায়, চ্যানেল২৪ এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। আলোচিত কার্ডটি চ্যানেল২৪-এর প্রচলিত ডিজাইন নকল করে তৈরি এবং তারিখ হিসেবে ১১ আগস্ট ২০২৫ দেওয়া হয়েছে। চ্যানেল২৪-এর ভেরিফায়েড ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউবে এ শিরোনামের কোনো কন্টেন্ট নেই।
তবে, ১১ আগস্ট চ্যানেল২৪ বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীদের দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে একটি ভিন্ন শিরোনামের ফটোকার্ড প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়, ১০ আগস্ট রাতে সংঘর্ষে মহিউদ্দিন রনিসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন এবং পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। টেন্ডার দখলকে কেন্দ্র করে সংঘর্ষের কোনো তথ্য মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
ফটো কার্ডটিতে ব্যবহৃত ছবিটি আসলে বাংলা ভিশনের ১০ আগস্টের একটি প্রতিবেদনের, যা বরিশালে শিক্ষার্থীদের পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ তুলে নেওয়া সংক্রান্ত। তাই আলোচিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র:

