সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালকে জড়িয়ে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে তাকে গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করতে দেখা যায়। ২৮ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি নিরপেক্ষভাবে কথা বলবেন এবং অন্যায়ের কাছে মাথা নত করবেন না। ফ্যাক্টচেক অনুসন্ধানে জানা যায়, এই বক্তব্য মাসুদ কামালের আসল মন্তব্য নয়, বরং তার পুরোনো ভিডিও থেকে কেটে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে তৈরি।
৮ আগস্ট মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেল ‘কথা’য় একটি ভিডিওতে ভুয়া তথ্য পড়ে শোনান এবং সেই বক্তব্যের অংশ কেটে গ্রেফতারের আশঙ্কা প্রকাশের মতো করে প্রচার করা হয়। তিনি নিজেই তার ফেসবুক ও ইউটিউবে বিষয়টি মিথ্যা বলে নিশ্চিত করেছেন।
প্রচারিত ভিডিওতে তার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ বাদ দেওয়া হয়, যেখানে তিনি স্পষ্ট করেন যে, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, গ্রেফতারের আশঙ্কাও নেই এবং দেশ ছাড়ার কোনো পরিকল্পনাও নেই।
এছাড়া, ‘ড. ইউনূস আমাকে গ্রেফতারের হুমকি দিয়েছে’ শিরোনামে প্রচারিত দীর্ঘ ভিডিওও একইভাবে তার বক্তব্য কেটে সাজানো হয়, যা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি।
১০ আগস্টের আরেক ভিডিওতেও মাসুদ কামাল বলেন, তার নামে প্রচারিত ভিডিও ও পোস্টগুলো ভুয়া, এবং এর মধ্যে কিছু কণ্ঠস্বর এআই দিয়ে নকল করা হয়েছে।
সুতরাং, মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা জানিয়েছেন—এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তথ্যসূত্র:

