২০২৪ সালের জুলাই-আগস্টে থানা থেকে লুট হওয়া অস্ত্র এক বছর পর মসজিদ থেকে উদ্ধার হয়েছে—এমন দাবি করে কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়। এসব পোস্টে বলা হয়, রাজধানীর খিলগাঁও ইমানবাগ জামে মসজিদে অস্ত্র রেখে পাল্টা অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
তথ্য যাচাইয়ে দেখা যায়, দাবিটি ভুয়া। ২০২৪ সালের ৭ আগস্ট খিলগাঁও থানা থেকে লুট হওয়া শতাধিক অস্ত্র সচেতন এলাকাবাসী উদ্ধার করে ওই মসজিদে জড়ো করে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছিল। সেই সময়ের ছবিগুলোই বর্তমানে ভুল প্রেক্ষাপটে প্রচার হচ্ছে।
রিভার্স সার্চে এসব ছবি ২০২৪ সালের ৭ আগস্ট ‘আল-জামিয়াতুল আহ্’লিয়া উম্মাহাতুল মু’মিনীন মহিলা মাদ্রাসা’ নামের ফেসবুক পেজে পাওয়া যায়। একই ছবি চ্যানেল২৪-এর “খিলগাঁও থানার লুট হওয়া শতাধিক অস্ত্র ফিরিয়ে দিলেন এলাকাবাসী” শিরোনামের প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল বিভিন্ন আগ্নেয়াস্ত্র, যা মসজিদ থেকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। অর্থাৎ, অস্ত্র উদ্ধারের ঘটনাটি সাম্প্রতিক নয়, বরং ২০২৪ সালের আগস্টেই ঘটেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট সেনাবাহিনী নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১,১০০টি ধারালো অস্ত্রও উদ্ধার করে। তাই, এক বছর পর মসজিদ থেকে অস্ত্র উদ্ধারের দাবি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র:

