Google search engine
HomePoliticsপ্রচারিত ভিডিওগুলোর সঙ্গে রোকেয়া হলের শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই এবং দাবিটি সম্পূর্ণ...

প্রচারিত ভিডিওগুলোর সঙ্গে রোকেয়া হলের শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই এবং দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দুটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র উত্তেজনা চলছে। ভিডিওগুলো ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, ঢাবির রোকেয়া হলের শিক্ষার্থীদের সঙ্গে সেনাবাহিনীর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আসলে ভিডিও দুটি চলতি বছরের মে মাসে বরখাস্ত-অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যদের চাকরি ফিরে পাওয়াসহ কয়েকটি দাবিতে করা বিক্ষোভ সেনাবাহিনী কর্তৃক ছত্রভঙ্গ করার সময় ধারণ করা।

প্রথম ভিডিওটি ‘Awaz News’ নামের ইউটিউব চ্যানেলে ১৯ মে প্রকাশিত ফুটেজের সঙ্গে মিলে যায়। দ্বিতীয় ভিডিওটি ‘NEWS NOW বাংলা’ এর ফেসবুক পেজে ১৮ মে প্রকাশিত ভিডিওর সঙ্গে অভিন্ন।

প্রথম আলোর ১৯ মে প্রকাশিত প্রতিবেদনে আইএসপিআর জানায়, প্রেসক্লাবে বিক্ষোভ শেষে সেনা প্রতিনিধিদল ফেরার সময় কিছু বরখাস্ত সেনাসদস্য উসকানিমূলকভাবে রাস্তা অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপ করে, ফলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে।

অতএব, প্রচারিত ভিডিওগুলোর সঙ্গে রোকেয়া হলের শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই এবং দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র:

https://www.facebook.com/share/v/19Auz5c3sa
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular