সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, এই দাবি ভিত্তিহীন এবং মিথ্যা। ভিডিওটি মূলত ২০১৯ সালে ঢাকার গেন্ডারিয়া থানার আওয়ামী লীগ নেতা এনামুল হক ভূঁইয়া ও তার ভাই রুপন ভূঁইয়ার বাড়ি থেকে উদ্ধারকৃত অর্থ, স্বর্ণ ও অস্ত্রের ভিডিও; যেটি র্যাবের অভিযানে রেকর্ড করা হয়েছিল।
ভাইরাল ভিডিওটি সময় টিভির লোগো জাল করে তৈরি করা হয়েছে, যার অ্যানিমেশন এবং স্টাইল আসল সময় টিভি লোগোর সঙ্গে মেলে না। এমনকি সময় টিভি বা অন্য কোনো বিশ্বাসযোগ্য গণমাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়ি থেকে টাকা উদ্ধারের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এছাড়া RTV সহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম গুলোর ২০১৯ সালের রিপোর্টের ফুটেজের সাথেই মিল পাওয়া গেছে এই ভাইরাল ভিডিওর।
সুতরাং, এনসিপি নেতার বিরুদ্ধে প্রচারিত ভিডিওটি পুরনো ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে তৈরি করা বিভ্রান্তিকর গুজব।
তথ্যসূত্র:

