সম্প্রতি সামাজিক মাধ্যমে “চাঁদপুরে মাটি কেটে ঘরে ঢুকে হিন্দু নারীকে কুপিয়ে হত্যা চেষ্টা” শিরোনামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যেটি ব্যবহার করে ভারতীয় একটি এক্স (Twitter) অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় হিন্দু নারী ইসলামপন্থীদের হাতে নিহত হয়েছেন। তবে আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধানে জানা যায়, হামলার শিকার নারী কাজল চক্রবর্তী নিহত হননি; বরং গুরুতর আহত অবস্থায় চিকিৎসা শেষে বর্তমানে সুস্থ রয়েছেন।
এই ঘটনার সূত্র পাওয়া যায় ‘সনাতন টিভি’ নামের একটি ফেসবুক পেজের পোস্টে, যেখানে প্রথম বিভ্রান্তিকর ফটোকার্ডটি প্রকাশিত হয়। পরে মূলধারার সংবাদমাধ্যম RTV সহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে, চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে কাজল রাণী চক্রবর্তীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনার দিনই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং চিকিৎসকদের বরাতে জানা যায়, তিনি শঙ্কামুক্ত।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সোহেল এবং কাজল রাণীর ছেলে প্রদীপ চক্রবর্তী জানান—তিনি এখন বাড়িতে আছেন এবং সুস্থ আছেন। ফলে ‘হত্যা’ বা ‘ধর্মীয় উগ্রতা’ ভিত্তিক প্রচারিত বক্তব্য মিথ্যা ও বিভ্রান্তিকর।
তথ্যসূত্র:
[https://alpha.rtvonline.com/country/332847](https://alpha.rtvonline.com/country/332847 “”)

