Google search engine
HomePoliticsঘটনাটি ধর্মীয় উগ্রতা নয় বরং রাজনৈতিক প্রতিশোধের অংশ বলেই প্রতীয়মান হয়

ঘটনাটি ধর্মীয় উগ্রতা নয় বরং রাজনৈতিক প্রতিশোধের অংশ বলেই প্রতীয়মান হয়

সামাজিক মাধ্যমে সম্প্রতি দাবি ছড়িয়েছে যে, ‘ফুটবল খেলা ইসলামবিরোধী’ বলেই উগ্রবাদীরা নারী ফুটবলার পারভীন সুলতানার পায়ের রগ কেটে দিয়েছে। এই দাবিটি ছড়িয়েছে আওয়ামীপন্থী ফেসবুক পেজ BDDigest এবং অনলাইন গণমাধ্যম বার্তা বাজার। তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে এই দাবির কোনো ভিত্তি পাওয়া যায়নি। প্রকৃত ঘটনা অনুযায়ী, গত ১৪ এপ্রিল মহেশখালীতে রাজনীতি নিয়ে কথাকাটাকাটির জেরে ছাত্রলীগ নেতা অমিত ইকবাল বিএনপি নেতা রশিদ আহমদকে পিটিয়ে হত্যা করেন। এই অমিতই পারভীন সুলতানার আপন ভাই।

রশিদ আহমদের মৃত্যুর পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়িতে হামলা চালায় এবং তার ভাই কামরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পারভীন সুলতানা নিজেও হামলার শিকার হন, তবে স্থানীয় পুলিশ ও সাংবাদিকরা জানিয়েছেন, তাকে মারধর করা হলেও পায়ের রগ কাটার তথ্য বা প্রমাণ নেই। ওসি মঞ্জুরুল হক জানান, ফুটবল খেলার কারণে হামলার কোনো তথ্য তাদের কাছে নেই, এবং রগ কাটার বিষয়ে পারভীন কোনো মেডিকেল রিপোর্টও দিতে পারেননি। বরং জানা গেছে, পারভীন নিজেই হত্যা মামলার ৫ নম্বর আসামি। অতএব, ঘটনাটি ধর্মীয় উগ্রতা নয় বরং রাজনৈতিক প্রতিশোধের অংশ বলেই প্রতীয়মান হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular