সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ঘুরছে যেখানে বলা হচ্ছে মায়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রস্তাবিত মানবিক করিডোরের বিনিময়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ বিলিয়ন ডলারের গোপন চুক্তি করেছেন। এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো প্রমাণভিত্তিক উৎস নেই। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম যেমন প্রথম আলো, নিউ এজ, দ্য ডেইলি স্টার ও বিডিনিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সরকার ইতোমধ্যে মানবিক করিডোর পরিকল্পনা অনেকটা থেকে সরে এসেছে। সেনাবাহিনীর আপত্তি এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপের কারণে করিডোর সিদ্ধান্তটি আর আলোর মুখ দেখেনি।
অন্যদিকে, বিএনপি ও তারেক রহমান কখনো করিডোর সমর্থন করেননি, বরং তারা শুরু থেকেই এর বিরোধিতা করেছেন এবং এটিকে দেশের স্বার্থের বিপরীতে উল্লেখ করেছেন। ড. ইউনূসের বিরুদ্ধে এমন কোনো চুক্তির প্রমাণও পাওয়া যায়নি। বরং এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর এবং গুজব টি ছড়ানোর ক্ষেত্রে একটি প্যাটার্ন লক্ষ্য করা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে গুজবস্তি ছড়ানো হয়েছে।
তাই “৫ বিলিয়ন ডলারের গোপন চুক্তি” এবং “জাতীয় বিশ্বাসঘাতকতা”র মতো শব্দ ব্যবহার করে ছড়ানো এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক।
তথ্যসূত্র:
[https://dhakajournal.com/TOP-NEWS/news-186646?utm](https://dhakajournal.com/TOP-NEWS/news-186646?utm “”)