সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, “বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেওয়ায়” অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। আলোচিত ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হয়, এই নিষেধাজ্ঞা বাংলাদেশের সংবিধানের ৩৪৭ ধারায় ভিত্তি করে আরোপ করা হয়েছে এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট হিসেবে বার্থলে ফার্বারের নাম উল্লেখ করা হয়। তবে আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধানে এসব তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে।
অনুসন্ধান তথ্য মতে, বাংলাদেশের সংবিধানে ৩৪৭ নাম্বার কোনো ধারা নেই—মোট ধারা আছে ১৫৩টি। দ্বিতীয়ত, ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম বার্থলে ফার্বার নয়, বরং আলেকজান্ডার স্টাব। তাছাড়া আলোচিত ছবিটি ২০২২ সালের ৬ এপ্রিল আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ে ইউক্রেন ও আমিরাতের এক বৈঠকে তোলা হয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে, যার সঙ্গে ড. ইউনূস বা ফিনল্যান্ডের কোনো সম্পর্ক নেই।
এছাড়া আন্তর্জাতিক বা দেশীয় কোনো সংবাদমাধ্যমে এমন নিষেধাজ্ঞার খবর নেই, বরং ২০২৪ সালের জানুয়ারিতে ড. ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে দাভোসে সাক্ষাৎ করেছেন। অতএব, আলোচিত পোস্ট গুলোর সব দাবি ভিত্তিহীন ও গুজব।
তথ্যসূত্র:
ছবিটির আসল উৎসব: