Google search engine
HomePolitics২০২৪ সালের গ্রেফতারের ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে—যা বিভ্রান্তিকর।

২০২৪ সালের গ্রেফতারের ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে—যা বিভ্রান্তিকর।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে পুলিশ গ্রেফতার করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, মোসাদ্দেক আলীসহ কয়েকজনকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে নেওয়া হচ্ছে।

তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে দেশব্যাপী আন্দোলন চলাকালে ২৯ জুলাই রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছিল। ভাইরাল ভিডিওটি সেই সময়কার। তখন মোসাদ্দেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, গণমাধ্যমকর্মী আবু বক্কর সিদ্দিক ২০২৫ সালের ২৯ জুলাই তার ফেসবুক অ্যাকাউন্টে একই ভিডিও পোস্ট করে উল্লেখ করেন—এটি ২০২৪ সালের ২৯ জুলাইয়ের ঘটনা। পোস্টের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি থেকে তাকে গ্রেফতার করা হয়।

অতএব, ২০২৪ সালের গ্রেফতারের ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে—যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

আসল ঘটনা: https://www.facebook.com/share/v/1FJ9s6mpgb/

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular