১০ আগস্ট মধ্যরাতে চট্টগ্রাম বন্দর এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে দাবি করে সত্যবার্ত নামে ফেসবুক পেজ থেকে রাত ০১:৫৮ ঘটিকায় একটি ভিডিও পোস্ট করা হয়। এর পর উক্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, বন্দর এলাকায় কোনো বিস্ফোরণ বা আগুনের খবর তাদের কাছে নেই। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ ঘটনাকে গুজব বলে নিশ্চিত করা হয়েছে।

