১৩ নভেম্বর নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজধানীতে লকডাউন কর্মসূচি পালন করে। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—আওয়ামী লীগের “বিশাল মিছিল” দেখে সেনাবাহিনীর গাড়ি সরে যাচ্ছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং দুটি ভিন্ন ঘটনার ফুটেজ একত্র করে তৈরি করা হয়েছে। ভিডিওর শুরুতে সেনাবাহিনীর গাড়ি ঘোরানোর দৃশ্যে ‘STREET CONVERSATION’ নামে একটি লোগো দেখা যায়, যা ৪ অক্টোবর প্রকাশিত একটি পুরোনো ভিডিও থেকে নেওয়া। সেই ভিডিওতে কোনো মিছিলের উপস্থিতি ছিল না।
মিছিলের অংশটি এসেছে টিকটক অ্যাকাউন্ট ‘offline12a17’-এ ১৪ সেপ্টেম্বর প্রকাশিত আরেক ভিডিও থেকে, যা ফরিদপুরের ভাঙ্গার হামিরদী এলাকায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে স্থানীয়দের মহাসড়ক অবরোধের দৃশ্য। দুটি ভিডিওর পরিবেশ, সময় এবং প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন—সেনাবাহিনীর গাড়ি ঘোরানো আর ভাঙ্গায় বিক্ষোভ—কোনোটিই ১৩ নভেম্বরের নয় এবং একে অপরের সঙ্গে সম্পর্কও নেই।
তথ্যসূত্র:

