Google search engine
HomeOthersসার্বিক যাচাইয়ে আলোচিত কর্মসূচি ও গ্রেপ্তারসংক্রান্ত বিষয়ে অস্থিতিশীলতা বা সহিংসতার দাবির পক্ষে...

সার্বিক যাচাইয়ে আলোচিত কর্মসূচি ও গ্রেপ্তারসংক্রান্ত বিষয়ে অস্থিতিশীলতা বা সহিংসতার দাবির পক্ষে কোনো তথ্যভিত্তিক প্রমাণ মেলেনি। অতএব আলোচিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব।

২২ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ২টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি–২৯৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁঞার সমর্থনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ির উদ্যোগে একটি র‍্যালি ও পথসভা আয়োজনের তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। কর্মসূচিটি খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্ত্বর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও খাগড়াছড়ি জেলা পরিষদের কোষাধ্যক্ষ ম্রাসাথোয়াই মারমার নেতৃত্বে উল্লেখযোগ্য লোকসমাগমের সম্ভাবনা রয়েছে।

যাচাইয়ে দেখা গেছে, উক্ত রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সেনাবাহিনী, পুলিশ কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাধা, নিষেধাজ্ঞা বা হস্তক্ষেপ করা হয়নি। একই সঙ্গে খাগড়াছড়ি জেলার কোথাও সড়ক অবরোধ, হরতাল বা সহিংস পরিস্থিতির কোনো তথ্য পাওয়া যায়নি এবং জেলায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে ২১ জানুয়ারি ২০২৬ তারিখে সেনাবাহিনী মোহাম্মদ মাসুদ হোসেন বাপ্পি নামে এক ব্যক্তিকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আটক করে পরবর্তীতে তাকে গুইমারা থানায় হস্তান্তর করে; তবে তাকে নির্যাতনের কোনো বিশ্বাসযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

পাশাপাশি পোস্টে সংযুক্ত ছবিগুলো পর্যালোচনায় জানা গেছে, সেগুলো সাম্প্রতিক ঘটনার নয়; বরং গত বছরের একটি ধর্ষণবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে খাগড়াছড়িতে হওয়া অবরোধের সময়কার ছবি। সার্বিক যাচাইয়ে আলোচিত কর্মসূচি ও গ্রেপ্তারসংক্রান্ত বিষয়ে অস্থিতিশীলতা বা সহিংসতার দাবির পক্ষে কোনো তথ্যভিত্তিক প্রমাণ মেলেনি। অতএব আলোচিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব।

তথ্যসূত্র:

[https://www.ajkerpatrika.com/bangladesh/ajpjkb61en0yg](https://www.ajkerpatrika.com/bangladesh/ajpjkb61en0yg “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular