সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। এই ভুয়া তথ্যটি একটি ব্লগস্পটের ফ্রি ডোমেইনে তৈরি করা ওয়েবসাইট থেকে ছড়ানো হয়েছে, যার নাম ‘international new 56’। ওই ব্লগে প্রকাশিত তথাকথিত প্রতিবেদনে মৃত্যুবারণ, তারিখ ও বয়সের জায়গায় পাঠককে নিজের মতো করে তথ্য বসাতে বলা হয়েছে, যা থেকেই এটি মনগড়া লেখা বলে প্রমাণিত। ফেসবুকে ছড়ানো পোস্টগুলোর সূত্র হিসেবেও একই ভুয়া লিংক ব্যবহার করা হয়েছে।
মূলধারার কোনো সংবাদমাধ্যম বা বিশ্বাসযোগ্য উৎসে শাজাহান খানের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং শেষ খবর অনুযায়ী, তিনি গত ২৩ ও ২৫ এপ্রিল তার বিরুদ্ধে মামলা ও রিমান্ড সংক্রান্ত ঘটনায় সংবাদে ছিলেন। “যমুনা টিভি”-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিনি এখনও বিচারাধীন মামলায় কারাগারে রয়েছেন।
এতাই শাজাহান খানের মৃত্যুর গুজব উদ্দেশ্যমূলক ও মনগড়া, যার কোনো ভিত্তি নেই।

