Google search engine
HomePoliticsসাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর বা হাস্যরসমূলক...

সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর বা হাস্যরসমূলক মন্তব্য করেননি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মেসেজিং গ্রুপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে নিয়ে একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়— “আমরা এবছর নির্বাচন করব না, আগামী বছর বা পরবর্তী সময়ে নির্বাচন করব কি না আমরা জানি না। আমরা এখন পিকনিকে যাব, আমাদের এখন একটাই চিন্তা—আমাদের বনভোজনে যেতে হবে।”

তবে অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির মূল ফুটেজটি গত ২৬ জুলাইয়ের একটি সাংবাদিক সম্মেলনের। সেখানে ফুটেজ অপরিবর্তিত রেখে এর ওপর AI-জেনারেটেড ভয়েস যুক্ত করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, এই অডিওটি KlingAI এর মাধ্যমে তৈরি করা হয়েছে।

এছাড়া ভিডিওটির ডানপাশের নিচের অংশে KlingAI-এর ওয়াটারমার্ক স্পষ্টভাবে দৃশ্যমান, যা এটিকে AI-জেনারেটেড কন্টেন্ট বলে নিশ্চিত করে। উল্লেখযোগ্য যে, ওই সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর বা হাস্যরসমূলক মন্তব্য করেননি।

তথ্যসূত্র:

[https://www.youtube.com/watch?v=ojyLBO-TcHI](https://www.youtube.com/watch?v=ojyLBO-TcHI “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular