সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে “খালেদা জিয়ার মৃতদেহ দেখতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান” শিরোনামে সময় টিভির ডিজাইনে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। কিন্তু অনুসন্ধানে দেখা যায়—সময় টিভি এমন কোনো খবর বা ফটোকার্ড প্রকাশ করেনি।
আসলে, ২ ডিসেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান হাসপাতালে গেছেন—এ তথ্য নিয়ে সময় টিভির প্রকাশিত একটি ফটোকার্ডকে ভিত্তি করে ডিজিটালভাবে শিরোনাম বদলে ভুয়া কার্ড তৈরি করা হয়েছে।
অতএব, সময় টিভির নামে প্রচারিত “খালেদা জিয়ার মৃতদেহ দেখতে হাসপাতালে ৩ বাহিনীর প্রধান” শীর্ষক ফটোকার্ডটি সম্পূর্ণরূপে এডিটেড, ভুয়া এবং বিভ্রান্তিকর।
তথ্যসূত্র:
[https://www.facebook.com/share/p/1MkWRM1Jcj/](https://www.facebook.com/share/p/1MkWRM1Jcj/ “”)

