সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে—‘বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন কর্মসূচি সফল করতে মাদারীপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়েছে।’ তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। যে ছবিটিকে আওয়ামী লীগের অবরোধ বলে প্রচার করা হচ্ছে, সেটি আসলে ফরিদপুর–৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে স্থানীয়দের সড়ক অবরোধের ছবি। সমকাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমেই ছবিটির প্রকৃত প্রেক্ষাপট নিশ্চিত হয়েছে।
তথ্যসূত্র:

