সম্প্রতি “বাংলাদেশ সংবিধান ৩১২ অনুচ্ছেদ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেছি” শীর্ষক একটি পোস্ট Tamanna Akhter Yesman নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত হয়। তিনি একই পোস্ট বিভিন্ন গ্রুপেও শেয়ার করেন। পোস্টটিতে সংযুক্ত ছবির মাধ্যমে বাংলাদেশের সংবিধান নিয়ে জয়শঙ্করের সাথে বৈঠকের দাবি করা হয়।
তবে আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধানে জানা যায়, এই ছবি আসলে বাংলাদেশ সংবিধান নিয়ে কোনো আলোচনার নয়। এটি ২০২৪ সালের ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমির ভারত সফরের সময় তোলা। সে সময় রিম আল হাশিমি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ করেন।
ছবিটি ‘DD News’ ২০২৪ সালে তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সেই সময় প্রকাশিত হয়েছিল। আলোচনার বিষয় ছিল দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা। এ বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
অতএব, সংবিধান আলোচনার দাবিটি এবং প্রচারিত ছবিটি ভুয়া এবং বিভ্রান্তিকর।
তথ্যসূত্র: