Google search engine
HomePoliticsশেখ হাসিনাকে ডায়নামিক লিডার বলেছেন” দাবিটি বিভ্রান্তিকর

শেখ হাসিনাকে ডায়নামিক লিডার বলেছেন” দাবিটি বিভ্রান্তিকর

সম্প্রতি সামাজিক মাধ্যমে দাবি করা হয়, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে “ডায়নামিক লিডার” বলে প্রশংসা করেছেন এবং বলেছেন, বাংলাদেশের উন্নয়ন থামিয়ে দেওয়া হয়েছে। এই দাবি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ভেরিফায়েড পেজ থেকে ছড়ানো হয়েছে। তবে অনুসন্ধানে জানা যায়, উক্ত ভিডিওতে শেখ হাসিনার নয়, বরং ড. ইউনূসের প্রশংসা করেছেন মাহাথির। ভিডিওতে তিনি ইউনূসকে নোবেল প্রাপ্য, ক্ষমতালোভহীন ও দরিদ্রবান্ধব মানুষ হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, হাসিনার পতনের সময় জনগণ ঐক্যবদ্ধ হলেও ভবিষ্যৎ সরকার কাঠামো নিয়ে বিভক্তি রয়েছে। বিডিনিউজ২৪ ও আইটিভির প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনার প্রশংসা বা ‘ডায়নামিক’ মন্তব্যের প্রমাণ নেই। বরং প্রচারিত ভিডিওর কিছু অংশ এডিট করে মিথ্যা প্রচার চালানো হয়েছে।

২০১৪ সালে এক বৈঠকে মাহাথির শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের প্রশংসা করলেও, সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এমন কিছু বলেননি। অতএব, “শেখ হাসিনাকে ডায়নামিক লিডার বলেছেন” দাবিটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র:

https://bdnews24.com/bangladesh/16d1fc6c3c77
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular