সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘২ কোটি গ্রাহক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুরের পদত্যাগ চায়’ শিরোনামে কালের কণ্ঠের ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। বিষয়টি যাচাই করে দেখা গেছে, কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে আলোচিত ফটোকার্ডটি ডিজিটালভাবে সম্পাদনা করা।
পর্যালোচনায় দেখা যায়, ফটোকার্ডটিতে কালের কণ্ঠের লোগো ও ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ ব্যবহার করা হলেও ওই দিন কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত আসল ফটোকার্ডটির শিরোনাম ছিল ‘তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে উধাও মোটরসাইকেল চালক’। শিরোনাম ছাড়া বাকি সব উপাদান—ডিজাইন, ছবি ও লেআউট—দুটিতে একেবারে অভিন্ন, যা স্পষ্টভাবে সম্পাদনার প্রমাণ দেয়।
তথ্যসূত্র:
[https://www.facebook.com/share/p/1AT6w7nhgz/](https://www.facebook.com/share/p/1AT6w7nhgz/ “”)

