১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শত শত মানুষের শ্রদ্ধা নিবেদন হয়েছে—এ দাবি তুলে যে দুটি ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। আলোচিত দাবিটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল হওয়া প্রথম ছবিটি আসলে ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টুঙ্গিপাড়ায় তোলা হয়েছিল, যখন শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে মানুষের ঢল নেমেছিল। দ্বিতীয় ছবিটি পাওয়া যায় দ্য ডেইলি স্টারের ১৫ আগস্ট ২০১9 সালের একটি প্রতিবেদনে, যেখানে শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছিল।
অর্থাৎ, দাবি করা দুই ছবির একটি টুঙ্গিপাড়ার হলেও সেটি ২০২৩ সালের এবং অপরটি ঢাকার ২০১৯ সালের ছবি। চলতি বছর ১৫ আগস্টে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের শ্রদ্ধা নিবেদনের কোনো ছবি বা সংবাদ গণমাধ্যমে পাওয়া যায়নি। তাই পুরোনো ছবি ব্যবহার করে সাম্প্রতিক দাবিটি প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর ও মিথ্যাপ্রচার।
তথ্যসূত্র:

