সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতকে ঘিরে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে দাবি করা হয়—ইরান ইসরায়েলের হাইফা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। আলোচিত ভিডিওটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি আসলে ২০১৫ সালের চীনের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের দৃশ্য। ভিডিওটি ‘Crazy China Videos’ নামক ইউটিউব চ্যানেলে ২০১৫ সালে আপলোড অবস্থায় পাওয়া যায়, যেখানে এটিকে চীনের একটি রাসায়নিক কারখানার বিস্ফোরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এটি সত্যিই কোনো রাসায়নিক কারখানার বিস্ফোরণ নাকি কোনো চলচ্চিত্রের দৃশ্য—সেই বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা উৎস পাওয়া যায়নি।
এ থেকে স্পষ্ট হয়, ইরান-ইসরায়েল যুদ্ধসংক্রান্ত যে ভিডিওটি প্রচারিত হচ্ছে, তা পুরনো এবং ভিন্ন প্রেক্ষাপটে ধারণ করা। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত একটি প্রচার, যা সামাজিক মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
তথ্যসূত্র: