সম্প্রতি “বাংলাদেশে আর কত সংখ্যা ধর্ষণ হলে জামাত বিএনপি শান্ত হবে?”—এই উসকানিমূলক বক্তব্যসহ একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, যেখানে দাবি করা হয়, এক নারীকে ধর্ষণের পর হত্যা করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয় বরং একটি স্ক্রিপ্টেড বা অভিনীত দৃশ্য, যা বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হয়েছে। আলোচিত ভিডিওর কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, এটি ২০২৫ সালের ১০ জুন ‘kallo_tejyain’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে “Kallo Nali mein Nadi video” শিরোনামে প্রকাশিত হয়েছিল।
ওই অ্যাকাউন্টটি বিভিন্ন নাট্যধর্মী ও বিনোদনমূলক রিল ভিডিও তৈরি করে থাকে। ভিডিওটির পরিবেশ, চরিত্র এবং ক্যামেরার ধরন বিশ্লেষণ করেও এটি একটি অভিনয়ভিত্তিক দৃশ্য হিসেবে শনাক্ত করা সম্ভব। অর্থাৎ, যেটিকে ধর্ষণ ও হত্যার প্রমাণ হিসেবে দেখানো হয়েছে, তা বাস্তবে ঘটেনি; বরং একটি শুধু অভিনয় মাত্র এবং চ্যানেলের বাকি ভিডিও গুলো বিশ্লেষণ করলে দেখা যায় কনটেন্ট ক্রিয়েটরটি বাংলাদেশের নয় সকল কন্টেন্ট হিন্দিতে তৈরি করা। মূলত রাজনৈতিক উদ্দেশ্যে ভিডিওটিকে ব্যবহার করে সামাজিক মাধ্যমে ঘৃণা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ফলে স্পষ্টভাবে বলা যায়, এটি একটি মিথ্যা, উদ্দেশ্যমূলক গুজব।
kallo_tejyain