সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যমুনা টেলিভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—স্বৈরাচারী শাসনে জেল-জুলুম ও নির্যাতনের মুখেও অবিচল থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘বিশ্বনেতা’ উপাধি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তবে অনুসন্ধানে দেখা যায়, যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকেও এ ধরনের কোনো বক্তব্য বা উপাধি দেওয়ার তথ্য নেই। যমুনা টিভির ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও দাবিটির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া ফটোকার্ডে সংযুক্ত তারেক রহমান ও জাতিসংঘ মহাসচিবের কথিত ছবিটি যাচাই করে দেখা যায়, ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি।
সব তথ্যপ্রমাণ বিশ্লেষণে স্পষ্ট হয়, যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া এবং জাতিসংঘ মহাসচিব তারেক রহমানকে ‘বিশ্বনেতা’ উপাধি দিয়েছেন—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

