সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি দাবি ছড়িয়ে পড়ে যে, ২০২৬ আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। এ দাবির পক্ষে “T Sports Bangladesh” নামের একটি ফেসবুক পেজ থেকে রশিদ ও মোস্তাফিজের ছবি সংবলিত একটি ফটোকার্ডও প্রচার করা হয়, যেখানে রশিদের নামে বিতর্কিত মন্তব্য জুড়ে দেওয়া হয়।
তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, আফগানিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক রশিদ খান এ ধরনের কোনো মন্তব্য করেননি। কিওয়ার্ড সার্চে দেশি–বিদেশি কোনো গণমাধ্যমেই রশিদের এমন বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। একইভাবে তার ভেরিফায়েড ফেসবুক, ইনস্টাগ্রাম বা এক্স অ্যাকাউন্টেও এই বিষয়ে কোনো পোস্ট নেই।
অতএব, মোস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সমর্থন করেছেন বলে রশিদ খানের নামে যে মন্তব্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

