Google search engine
HomeOthersমাগুরায় এশার নামাজের মধ্যে মসজিদের ইমামকে ছুরিকাঘাত, কোথায় নিরাপত্তা পাবে মানুষ?” শিরোনামে...

মাগুরায় এশার নামাজের মধ্যে মসজিদের ইমামকে ছুরিকাঘাত, কোথায় নিরাপত্তা পাবে মানুষ?” শিরোনামে বিভ্রান্তিকর ভিডিও প্রচারিত হচ্ছে

বাংলাদেশের মাগুরায় নামাজের মধ্যে মসজিদের ইমামকে ছুরিকাঘাত করা হয়েছে—এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। তবে আলোচিত ভিডিওটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের নয়; এটি মূলত ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া একটি ঘটনা, যার ফুটেজ ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায় গণমাধ্যম কালবেলা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, “মাগুরায় এশার নামাজের মধ্যে মসজিদের ইমামকে ছুরিকাঘাত, কোথায় নিরাপত্তা পাবে মানুষ?” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে বাংলাদেশ পুলিশ মন্তব্য করেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে “মাগুরায় এশার নামাজের মধ্যে মসজিদের ইমামকে ছুরিকাঘাত, কোথায় নিরাপত্তা পাবে মানুষ?” শিরোনামে বিভ্রান্তিকর ভিডিও প্রচারিত হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে, মাগুরা জেলায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

তথ্যসূত্র:

[https://www.facebook.com/share/p/1B7F2jbpjH/](https://www.facebook.com/share/p/1B7F2jbpjH/ “‌”)

[https://mili.id/baca-20318-heboh-imam-masjid-ditikam-saat…](https://mili.id/baca-20318-heboh-imam-masjid-ditikam-saat… “‌”)

[https://www.kalbela.com/national/222626](https://www.kalbela.com/national/222626 “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular