Google search engine
HomeOthersমাইলস্টোন কলেজের সামনে পুলিশের গুলিতে নিহত ৩” দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও সম্পাদিত

মাইলস্টোন কলেজের সামনে পুলিশের গুলিতে নিহত ৩” দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও সম্পাদিত

২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে অন্তত ৩২ জন নিহত এবং শতাধিক আহত হয়, যাদের অনেকেই শিশু শিক্ষার্থী। ২২ জুলাই শিক্ষার্থীরা নিহতদের প্রকৃত সংখ্যা ও ক্ষতিপূরণসহ ৬ দফা দাবিতে বিক্ষোভে নামে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন আহত হন। এর প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড ছড়ায় যেখানে দাবি করা হয়—পুলিশের গুলিতে ৩ জন নিহত ও ১৫ জন গুলিবিদ্ধ।

এই দাবিতে ছড়ানো ফটোকার্ডে ‘ঢাকা ট্রিবিউন’–এর লোগো দেখা গেলেও, রিভার্স অনুসন্ধানে ফ্যাক্ট রিভিউ টিম নিশ্চিত করে যে এটি আসল নয়। ঢাকা ট্রিবিউনের আসল ফটোকার্ডে পুলিশের সঙ্গে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা এবং ৩ জন শিক্ষার্থীর মাথা ফেটে যাওয়ার কথা বলা হয়েছে, গুলি বা মৃত্যুর কোনো উল্লেখ নেই।

ফেক ফটোকার্ডটি মূল ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে বানানো হয়েছে, যা ডিজাইন ও ছবি একই রেখে কেবল শিরোনাম পরিবর্তন করেছে। ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজ, ওয়েবসাইট বা ইউটিউবে এমন কোনো খবর নেই যা গুলি করে হত্যার দাবি সমর্থন করে।

অতএব, “মাইলস্টোন কলেজের সামনে পুলিশের গুলিতে নিহত ৩” দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও সম্পাদিত।

আসল ফোটোকার্ড:

https://www.facebook.com/share/p/1FBGc3z2cM
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular