সম্প্রতিক সময়ে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে শেখ হাসিনা নয়া দিল্লিতে প্রকাশ্যে এসেছেন। কিন্তু যাচাইয়ে দেখা যায়—এটি ২০২৪ সালের ৮ জানুয়ারি গণভবনে অনুষ্ঠিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুর দৃশ্য। ভিডিওটিতে তাকে দেশি–বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায়, যার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। ভিডিওর কী-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করলে একাধিক গণমাধ্যমের প্রতিবেদন নিশ্চিত করে যে এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন আয়োজিত ব্রিফিংয়ের অংশ।
তথ্যসূত্র:
[https://www.youtube.com/live/W1lqfXbIvn4?si=kPLFVXtlEUewOs1U](https://www.youtube.com/live/W1lqfXbIvn4?si=kPLFVXtlEUewOs1U “”)

