Wednesday, July 2, 2025
Test
Google search engine
HomeOthersভিডিওতে দেখা বস্তুটি ক্ষেপণাস্ত্র নয় এবং এর ইরানের সঙ্গে কোনো সম্পর্ক নেই।...

ভিডিওতে দেখা বস্তুটি ক্ষেপণাস্ত্র নয় এবং এর ইরানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত

সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হয় যেখানে দাবি করা হয়—ইরান একটি বিশাল ক্ষেপণাস্ত্র জনসম্মুখে এনেছে। কিন্তু ভালোচিত দাবিটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে জানা গেছে, এই ভিডিও ইরানের নয়, বরং ২০১৮ সালের একটি পুরোনো ভিডিও যেখানে কাজাখস্তান থেকে উজবেকিস্তানের একটি গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে ‘Sularry Hopper’ নামের একটি ভারী যন্ত্রাংশ পরিবহন করা হচ্ছিল।

ভিডিওটির মূল উৎস HEAVY TRANSPORT (O.Y) নামের ইউটিউব চ্যানেল এবং এতে দেখা যায়—তুরস্কভিত্তিক পরিবহন প্রতিষ্ঠান ‘Caba Misnak’ এই যন্ত্রাংশটি পরিবহন করে, যেটি পরে উজবেকিস্তানের কারশি শহরে গ্যাস তরলীকরণ প্রকল্প ‘UZGTL’-তে স্থাপন করা হয়। এই প্ল্যান্টটি ২০২১ সালের ডিসেম্বরে চালু হয়। ফলে এটি প্রমাণিত হয় যে, ভিডিওতে দেখা বস্তুটি ক্ষেপণাস্ত্র নয় এবং এর ইরানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

তথ্যসূত্র:

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular