Google search engine
HomePoliticsভিডিওতে থাকা ব্যক্তির ফেসবুক প্রোফাইলের নাম ‘আলহাজ্ব গাজী সুজন’। তিনি দীর্ঘদিন সৌদি...

ভিডিওতে থাকা ব্যক্তির ফেসবুক প্রোফাইলের নাম ‘আলহাজ্ব গাজী সুজন’। তিনি দীর্ঘদিন সৌদি আরবে চাকরি করেছেন বলেও তথ্য পাওয়া গেছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, “১০টি মার্ডার করানোর ঘোষণা দিলেন হাসনাত আবদুল্লাহর বাবা।” ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়—তিনি “দশটা মার্ডার করাবেন” এবং তারা কোনো “বিচার-আচার” মানেন না। তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওতে দেখা ব্যক্তি হাসনাত আবদুল্লাহর বাবা নন। হাসনাত আবদুল্লাহর বাবার নাম মোহাম্মদ জালাল উদ্দিন। আর ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তাঁর নাম গাজী সুজন। তিনি হাসনাত আবদুল্লাহর রাজনৈতিক কর্মী গাজী ইমনের বাবা।

তথ্য অনুযায়ী, গাজী ইমন ও তাঁর বাবা গাজী সুজন পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে গাজী ইমন এনসিপির রাজনীতি করেন এবং হাসনাত আবদুল্লাহর একজন বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত। গাজী ইমনের মন্তব্য থেকে জানা যায়, ভিডিওটি অনেক পুরোনো এবং মূল ভিডিওটি প্রায় ৯ মিনিটের। সেখান থেকে কেটে ৪০ সেকেন্ডের ক্লিপ তৈরি করে বর্তমানে রিলস আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হচ্ছে। ফলে ভাইরাল দাবির সঙ্গে হাসনাত আবদুল্লাহ বা তাঁর পরিবারের কোনো সংশ্লিষ্টতা নেই।

ভিডিওতে থাকা ব্যক্তির ফেসবুক প্রোফাইলের নাম ‘আলহাজ্ব গাজী সুজন’। তিনি দীর্ঘদিন সৌদি আরবে চাকরি করেছেন বলেও তথ্য পাওয়া গেছে।

তথ্যসূত্র

গাজী ইমন: https://www.facebook.com/share/1GyhHq6qcm/

আলহাজ্ব গাজী সুজন: https://www.facebook.com/share/1G4DfzVm9m/

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular