সম্প্রতি “রংপুরে এক এনসিপি নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার” দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি রংপুরের নয় এবং এর সঙ্গে এনসিপি নেতার কোনো সম্পৃক্ততাও নেই।
‘NCN’ লোগোসহ ভিডিওটির সূত্র ধরে দেখা যায়, এটি মূলত ২৫ জুন বগুড়ার রাজাপুর ইউনিয়নের মণ্ডলধরণ গ্রামে সেনাবাহিনীর পরিচালিত একটি অভিযানের ভিডিও। অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইলসহ আটক করা হয়।
জাগো নিউজ ও সময় টিভির প্রতিবেদন অনুযায়ী, আটককৃতরা হলো শাওন ও আসিফ—তারা পাঁচবাড়িয়া ও তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। কোনো প্রতিবেদনেই তাদের এনসিপি নেতা হিসেবে উল্লেখ করা হয়নি।
অর্থাৎ, ভিডিওটি বগুড়ার কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের প্রকৃত ঘটনার হলেও তা ভুয়া শিরোনামে এনসিপি নেতার বিরুদ্ধে প্রচার করা হয়েছে। এই প্রচার বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
তথ্যসূত্র: