সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—ঠাকুরগাঁওয়ের একটি প্রাইভেট হাসপাতালে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের পাঞ্জাব রাজ্যের এপ্রিল মাসের একটি ঘটনার দৃশ্য।
ঘটনাটি ঘটে পাঞ্জাবের মুকান্দপুর গ্রামে, যেখানে অবৈধ খনিজ উত্তোলন নিয়ে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং পরে সেই সংঘর্ষ সিভিল হাসপাতালে গড়ায়। এ সময় হাসপাতালের ভেতর চিকিৎসা সরঞ্জাম দিয়েও একে অপরকে আঘাত করা হয়।
NDTV ও Times of India-সহ ভারতের গণমাধ্যমগুলোও ঘটনাটি বিশদভাবে তুলে ধরেছে। যেখানে থাকা ভিডিওর সাথে আলোচিত ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে যা থেকে বোঝা যায় উক্ত ঘটনার ভিডিও ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
এর বিপরীতে, ঠাকুরগাঁওয়ে এ ধরনের কোনো ঘটনার সত্যতা কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য উৎসে মেলেনি।
অতএব, ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয় এটি ভারতের একটি ঘটনা এবং একে কেন্দ্র করে করা দাবিটি গুজব।
তথ্যসূত্র:
[https://www.youtube.com/watch?v=-6hk6pfZhRc](https://www.youtube.com/watch?v=-6hk6pfZhRc “”)