Google search engine
HomePoliticsভয়েস অফ আমেরিকার নামে প্রচারিত “৭৫ শতাংশ মানুষ আওয়ামী লীগকে চায়” দাবি...

ভয়েস অফ আমেরিকার নামে প্রচারিত “৭৫ শতাংশ মানুষ আওয়ামী লীগকে চায়” দাবি সম্পূর্ণ মিথ্যা, এআই–উৎপাদিত একটি ভিডিওর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই প্রচার করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—ভয়েস অফ আমেরিকার জরিপে নাকি “বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চায়।”

তবে অনুসন্ধানে দেখা যায়—ভয়েস অফ আমেরিকা এমন কোনো জরিপ প্রকাশ করেনি। বরং ২০২৪ সালের ২৭ নভেম্বর প্রকাশিত তাদের সর্বশেষ জরিপে বলা হয়েছিল, ৫৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে রাজনীতি করতে দেওয়ার পক্ষে এবং ৩৫.৫ শতাংশ নিষিদ্ধ করার মত দিয়েছে।

প্রচারিত ভিডিওটির ভয়েস, স্ক্রিন টেক্সট, লোগো এবং সম্পাদনায় অসংখ্য অসামঞ্জস্যতা রয়েছে। ‘ডিপফেক-ও-মিটার’ টুলে পরীক্ষা করে দেখা যায়—ভিডিওটি ১০০ শতাংশ এআই–তৈরি।

অতএব, ভয়েস অফ আমেরিকার নামে প্রচারিত “৭৫ শতাংশ মানুষ আওয়ামী লীগকে চায়” দাবি সম্পূর্ণ মিথ্যা, এআই–উৎপাদিত একটি ভিডিওর মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র:

https://www.tbsnews.net/…/%E0%A6%AD…/news-details-283226
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular