সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—২৩ নভেম্বর শাহবাগে “ইউনুস তুই স্বৈরাচার… এই মুহূর্তে গদিছাড়” স্লোগানে বিক্ষোভ হয়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে কোথাও ড. ইউনূসের বিরুদ্ধে এমন কোনো স্লোগান শোনা যায় না; বরং স্পষ্টভাবে শোনা যায়, “পিএসসি তুই স্বৈরাচার… এই মুহূর্তে গদিছাড়।” রিভার্স সার্চে ভিডিওর একাধিক কী-ফ্রেম মিল পাওয়া যায় ঢাকা পোস্টের ২৩ নভেম্বরের একটি লাইভ ভিডিওর সঙ্গে। সেই ভিডিওতে দেখা যায়—৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন।
সুতরাং, বিসিএস পরীক্ষার্থীদের আন্দোলনের ফুটেজকে শাহবাগে সরকারবিরোধী বিক্ষোভ হিসেবে প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
তথ্যসূত্র:

