সম্প্রতি ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়, যেখানে দাবি করা হয় চাঁদপুরের মতলব উত্তর-দক্ষিণ উপজেলা ও ছেংগারচর পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর ব্যবহার করা হয়।
তবে ফ্যাক্ট রিভিউ অনুসন্ধানে দেখা যায়, প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া এবং রিজভীর স্বাক্ষর জাল করে তৈরি করা হয়েছে।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও মিডিয়া সেল পর্যবেক্ষণ করে দেখা যায়, ২৫ জুলাই এমন কোনো বিজ্ঞপ্তি প্রচার করা হয়নি। বরং ওইদিন বিএনপির পক্ষ থেকে একটি প্রকৃত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে ভুয়া বিজ্ঞপ্তির একটি ছবি সংযুক্ত করে এটিকে জাল, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়।
বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, অফিসিয়াল দফতর থেকে এ ধরনের কোনো ঘোষণা পাঠানো হয়নি এবং নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।
তথ্যসূত্র:
বিএনপি’র অফিসিয়াল পোস্ট: [https://www.facebook.com/share/p/1B8TABELhx/](https://www.facebook.com/share/p/1B8TABELhx/ “”)