সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দাবি করা হয়, বিএনপিকে চাঁদা না দেওয়ায় তেলবাহী গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, ঘটনাটি রাজনৈতিক নয় বরং দুর্ঘটনাজনিত। ২১ মার্চ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে তেলের দোকানে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে একটি লরিসহ একাধিক দোকান পুড়ে যায়।
ভিডিওটি রিভার্স সার্চ করে ফেসবুকে ‘Razib Hosain’ নামের একটি অ্যাকাউন্টে একই ঘটনার ভিডিও পাওয়া যায়, যেখানে উল্লেখ করা হয় তেল উঠানের পাম্প থেকে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।
পরবর্তীতে দেশ টিভি এবং আজকের পত্রিকার প্রতিবেদনগুলোতেও আগুন লাগার কারণ হিসেবে মোটরসাইকেলের শর্ট সার্কিট বা লরি থেকে তেল নামানোর সময় সৃষ্ট দুর্ঘটনার কথা বলা হয়েছে। এসব প্রতিবেদনে বিএনপি বা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার উল্লেখ নেই।
সুতরাং, বিএনপিকে চাঁদা না দেওয়ায় তেলবাহী গাড়িতে আগুন ধরানো হয়েছে—এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।
তথ্যসূত্র:
[https://www.facebook.com/share/v/16teJMJT39/](https://www.facebook.com/share/v/16teJMJT39/ “”)
[desh.tv/country-news/55905](http://desh.tv/country-news/55905 “”)

