বাবরি মসজিদের জন্য শাহরুখ খান ২৫ কোটি এবং সালমান খান ১০ কোটি টাকা দান করেছেন—এ দাবিতে ছড়ানো ছবিগুলো সম্পূর্ণ এআই-নির্মিত ভুয়া কন্টেন্ট। ফেসবুক ও ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এসব ছবিতে শাহরুখ ও সালমানকে চেক প্রদান করতে দেখা গেলেও কোনও নির্ভরযোগ্য গণমাধ্যম বা তাদের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ বিষয়ে কোনও তথ্য নেই। মুর্শিদাবাদের বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবীর বাবরি মসজিদের অনুকরণে একটি মসজিদ নির্মাণ শুরু করলেও তার পেজেও তারকাদের দানের কোনো উল্লেখ নেই।
এআই শনাক্তকারী টুল যেমন AIorNot ও Hive Moderation বিশ্লেষণে ছবিগুলো এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় ১০০% দেখিয়েছে। ফলে স্পষ্ট যে বাবরি মসজিদের জন্য তারকাদের দানের দাবিটি সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

