Google search engine
HomeOthersবাবরি মসজিদের জন্য তারকাদের দানের দাবিটি সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাবরি মসজিদের জন্য তারকাদের দানের দাবিটি সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

বাবরি মসজিদের জন্য শাহরুখ খান ২৫ কোটি এবং সালমান খান ১০ কোটি টাকা দান করেছেন—এ দাবিতে ছড়ানো ছবিগুলো সম্পূর্ণ এআই-নির্মিত ভুয়া কন্টেন্ট। ফেসবুক ও ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এসব ছবিতে শাহরুখ ও সালমানকে চেক প্রদান করতে দেখা গেলেও কোনও নির্ভরযোগ্য গণমাধ্যম বা তাদের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ বিষয়ে কোনও তথ্য নেই। মুর্শিদাবাদের বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবীর বাবরি মসজিদের অনুকরণে একটি মসজিদ নির্মাণ শুরু করলেও তার পেজেও তারকাদের দানের কোনো উল্লেখ নেই।

এআই শনাক্তকারী টুল যেমন AIorNot ও Hive Moderation বিশ্লেষণে ছবিগুলো এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় ১০০% দেখিয়েছে। ফলে স্পষ্ট যে বাবরি মসজিদের জন্য তারকাদের দানের দাবিটি সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular