সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে—পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের রুমা এলাকায় অস্ত্রসহ সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটিতে সামরিক পোশাক পরা কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে দেখা যায়। কিন্তু ফ্যাক্ট রিভিউতে দেখা যায়, এটি আসলে ফিলিপাইনের সশস্ত্র গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ)-এর ভিডিও।
‘Shooter Channel’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২৯ জুলাই হুবহু একই ভিডিও প্রকাশিত হয়েছে, যার শিরোনামে স্পষ্টভাবে ‘Philippines’ লেখা আছে। চ্যানেলটিতে একই ধরনের পোশাক পরা ব্যক্তিদের পাহাড়ি এলাকায় অস্ত্রসহ ঘোরাফেরার আরও ভিডিও রয়েছে।
ভিডিও বিশ্লেষণে দেখা যায়, অস্ত্রধারীদের পোশাকে দুটি ব্যাজ রয়েছে যা এমআইএলএফের অফিসিয়াল ব্যাজের সঙ্গে মিলে যায়। ফলে স্পষ্ট হয়, ফিলিপাইনের এমআইএলএফের এই ভিডিওকে বান্দরবানের দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র:

