সম্প্রতি “শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা ইউনূসের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে”—এমন দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হয়, যেখানে ২৩ জুলাই তারিখ উল্লেখ রয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি নতুন নয় বরং ১৪ মে’র পুরোনো ঘটনা।
ওইদিন নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে নার্সিং শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা মোড়ে অবস্থান নেয়, যা এটিএন বাংলা সহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করেছিল।
সেই সময়কার গণমাধ্যমের প্রচলিত প্রচারিত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। “পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধে নার্সিং শিক্ষার্থীরা” শিরোনামে বাংলানিউজের প্রতিবেদনেও এ তথ্য নিশ্চিত করা হয়।
কীওয়ার্ড অনুসন্ধানে ২৩ জুলাই শাহবাগে ড. ইউনূসের পদত্যাগ দাবি করে কোনো আন্দোলনের প্রমাণ পাওয়া যায়নি। ফলে এটি স্পষ্ট, পুরোনো ভিডিওকে ভুয়া দাবি ও ভিন্ন প্রেক্ষাপটে মিথ্যাভাবে উপস্থাপন করা হয়েছে।
তথ্যসূত্র: