Google search engine
HomePoliticsপুরোনো একটি ছবি ব্যবহার করে বিকৃত দাবি যুক্ত করে ভুয়া ফটোকার্ড তৈরি...

পুরোনো একটি ছবি ব্যবহার করে বিকৃত দাবি যুক্ত করে ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে। বাস্তবে তাসনিম জারার বাড়িতে টাকা ফেরত চেয়ে কোনো ভিড়ের ঘটনা ঘটেনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাসনিম জারা–র বাড়িতে বিকাশে টাকা পাঠানো ব্যক্তিদের ভিড় জমেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। ফটোকার্ডটিতে চ্যানেল টোয়েন্টিফোর–এর লোগো ব্যবহার করে সেটিকে সংবাদমাধ্যমটির প্রকাশনা হিসেবে উপস্থাপন করা হয়।

তবে অনুসন্ধানে দেখা গেছে, চ্যানেল টোয়েন্টিফোর ৩ জানুয়ারি এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বিষয়টি নিশ্চিত করে চ্যানেলটির অনলাইন ইনচার্জ জানান, আলোচিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া।

রিভার্স ইমেজ সার্চে জানা যায়, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি ২০২৫ সালের এপ্রিলে রাজবাড়ীতে তাসনিম জারার এক মতবিনিময় সভার সময় তোলা। ওই ছবিটি তাসনিম জারার ভেরিফায়েড ফেসবুক পেজ ও একটি সংবাদ প্রতিবেদনে আগেই প্রকাশিত হয়েছিল।

অর্থাৎ, পুরোনো একটি ছবি ব্যবহার করে বিকৃত দাবি যুক্ত করে ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে। বাস্তবে তাসনিম জারার বাড়িতে টাকা ফেরত চেয়ে কোনো ভিড়ের ঘটনা ঘটেনি।

তথ্যসূত্র:

ছবির উৎস: [https://www.facebook.com/photo?fbid=1192511745828625&set=pcb.1192512999161833](https://www.facebook.com/photo?fbid=1192511745828625&set=pcb.1192512999161833 “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular