Google search engine
HomePoliticsপাশাপাশি ফটোকার্ডের শিরোনামের ফন্ট ও নকশা যুগান্তরের প্রচলিত স্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।...

পাশাপাশি ফটোকার্ডের শিরোনামের ফন্ট ও নকশা যুগান্তরের প্রচলিত স্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্য কোনো গণমাধ্যমেও দাবিটির পক্ষে তথ্য মেলেনি।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স–এর এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে ‘ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াতের আমিরের গোপন বৈঠক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. শফিকুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল–এর ছবি সংবলিত, যুগান্তর–এর লোগো ও ডিজাইনে তৈরি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে।

ফটোকার্ডে দাবি করা হয়, দিল্লিতে বসে হাদি হত্যার পরিকল্পনা হয়েছে এবং এ সংক্রান্ত ছবি নাকি রয়টার্স প্রকাশ করেছে। তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, যুগান্তর বা রয়টার্স কেউই এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যুগান্তরের ফটোকার্ডের আদলে ভুয়া কার্ডটি তৈরি করা হয়েছে।

যুগান্তরের ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও আলোচিত দাবির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি ফটোকার্ডের শিরোনামের ফন্ট ও নকশা যুগান্তরের প্রচলিত স্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্য কোনো গণমাধ্যমেও দাবিটির পক্ষে তথ্য মেলেনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular