সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স–এর এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে ‘ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামায়াতের আমিরের গোপন বৈঠক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. শফিকুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল–এর ছবি সংবলিত, যুগান্তর–এর লোগো ও ডিজাইনে তৈরি একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে।
ফটোকার্ডে দাবি করা হয়, দিল্লিতে বসে হাদি হত্যার পরিকল্পনা হয়েছে এবং এ সংক্রান্ত ছবি নাকি রয়টার্স প্রকাশ করেছে। তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, যুগান্তর বা রয়টার্স কেউই এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যুগান্তরের ফটোকার্ডের আদলে ভুয়া কার্ডটি তৈরি করা হয়েছে।
যুগান্তরের ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও আলোচিত দাবির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি ফটোকার্ডের শিরোনামের ফন্ট ও নকশা যুগান্তরের প্রচলিত স্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্য কোনো গণমাধ্যমেও দাবিটির পক্ষে তথ্য মেলেনি।

