Google search engine
HomeOthersপার্বত্য চট্টগ্রামের ঘটনার নামে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর; প্রকৃতপক্ষে এটি মিয়ানমারের পুরোনো ভিডিও

পার্বত্য চট্টগ্রামের ঘটনার নামে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর; প্রকৃতপক্ষে এটি মিয়ানমারের পুরোনো ভিডিও

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয় পার্বত্য চট্টগ্রামে উগ্রবাদী পাহাড়ি গোষ্ঠীরা বেসামরিক নাগরিকদের জবাই করে হত্যা করছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়।

আলোচিত ভিডিওটি নিয়ে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে জানা যায়, এটি মিয়ানমারের পুরোনো একটি ভিডিও। ভিডিওটিতে যে হত্যাকাণ্ড দেখা যায়, তা করেছে মিয়ানমারের জাতিগত সশস্ত্র সংগঠন শ্যান ন্যাশনাল আর্মি (SNA)।

মিয়ানমারভিত্তিক গণমাধ্যম The 74 Media তাদের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর ভিডিওটি প্রকাশ করে।ভিডিও শিরোনামটি বাংলায় অনুবাদ করলে জানা যায়, ‘ভিডিওতে দেখা যাচ্ছে শান রেড ন্যাশনাল আর্মি (এসএনএ) পাঁচজন বেসামরিক নাগরিককে ছুরিকাঘাত করে হত্যা করছে’

অতএব, পার্বত্য চট্টগ্রামের ঘটনার নামে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর; প্রকৃতপক্ষে এটি মিয়ানমারের পুরোনো ভিডিও।

তথ্যসূত্র:

[https://youtu.be/6g3hXlYf3E0?si=k0RJxMSJ5NN6gz84](https://youtu.be/6g3hXlYf3E0?si=k0RJxMSJ5NN6gz84 “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular