সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন মেনে নেবো না’—এমন মন্তব্যের দাবিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন–এর ছবি সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। দাবিটি ঘিরে বিভ্রান্তি তৈরি হলেও অনুসন্ধানে এর সত্যতা পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, রাষ্ট্রপতি এ ধরনের কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, বক্তব্য বা নথির অস্তিত্ব পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ড পর্যবেক্ষণে এতে ‘Channai 24’ নামের একটি লোগো দেখা যায়। অনুসন্ধানে দেখা গেছে, ‘Channai 24’ একটি ভুঁইফোড় ফেসবুক পেজ, যা নিয়মিতভাবে সূত্রবিহীন ও ভুয়া তথ্য প্রচার করে থাকে।
রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তি যদি এমন মন্তব্য করতেন, তবে তা মূলধারার গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশ পেত। কিন্তু দেশীয় বা আন্তর্জাতিক কোনো বিশ্বস্ত গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি।

