সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার একটি হাফ প্যান্ট পরিহিত ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়ে পড়া এই ছবিটি নিয়ে বিভ্রান্তি ছড়ালেও অনুসন্ধানে জানা যায়, এটি সম্পাদিত । মূলত, একটি ফুল প্যান্ট পরা ছবি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে এই বিকৃত চিত্র তৈরি করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
অনুসন্ধানে দেখা যায় এই প্রসঙ্গে ‘Fariha Nishat’ নামের একজন ফেসবুক ব্যবহারকারী ৩ জুলাই একটি পোস্টে দাবি করেন, ভাইরাল ছবিটি আসলে তার সঙ্গে তোলা একটি পুরনো ছবির বিকৃত সংস্করণ। তিনি মূল ছবিটিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়—তাসনিম জারা ও ফারিহা উভয়েই ফুল প্যান্ট পরা অবস্থায় আছেন। ৮ ডিসেম্বর তার প্রোফাইলে পোস্ট করা সেই মূল ছবির সঙ্গে ভাইরাল ছবির পটভূমি এবং অন্যান্য উপাদান মিললেও তাসনিম জারার পোশাকে পরিবর্তন দেখা যায়।
এছাড়া ভাইরাল ছবিতে তাসনিম জারার হাতের আঙুলগুলো অসামঞ্জস্যপূর্ণ ও বিকৃতভাবে দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডে থাকা একজন ব্যক্তির গলাও অস্বাভাবিকভাবে লম্বা লক্ষ্য করা যাচ্ছে যা এআই জেনারেটেড ছবির একটি সাধারণ বৈশিষ্ট্য।
ফলে নিশ্চিত হওয়া যায়, তাসনিম জারার হাফ প্যান্ট পরা আলোচিত ছবিটি একটি ভুয়া ও সম্পাদিত চিত্র।
তথ্যসূত্র:
[https://www.facebook.com/share/p/1DtqSxdrAz/](https://www.facebook.com/share/p/1DtqSxdrAz/ “”)