Google search engine
HomePoliticsঢাকা পোস্ট ১৩ জুলাই স্পষ্টভাবে জানায় যে, তাদের এমন কোনো শিরোনামের ফটোকার্ড...

ঢাকা পোস্ট ১৩ জুলাই স্পষ্টভাবে জানায় যে, তাদের এমন কোনো শিরোনামের ফটোকার্ড ছিল না এবং প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

সম্প্রতি “লোহাগড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার” শিরোনামে ঢাকা পোস্টের লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুসন্ধানে দেখা গেছে, এটি ভুয়া এবং বিকৃত তথ্যের ভিত্তিতে তৈরি। মূলত ঢাকা পোস্ট ১২ জুলাই যেই ফটোকার্ডটি প্রকাশ করেছিল, সেখানে অভিযুক্তকে ‘শিক্ষক’ হিসেবে উল্লেখ করা হয়—জেলার একটি মাদরাসার শিক্ষক বেলাল উদ্দিন, যিনি কক্সবাজারের একটি হোটেল থেকে গ্রেপ্তার হন। সেই আসল ফটোকার্ডের শিরোনামকে ডিজিটালভাবে পরিবর্তন করে ‘জামায়াত নেতা’ লেখা হয় এবং বিকৃত ফটোকার্ডটি ছড়ানো হয়।

ঢাকা পোস্ট ১৩ জুলাই স্পষ্টভাবে জানায় যে, তাদের এমন কোনো শিরোনামের ফটোকার্ড ছিল না এবং প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। গ্রেফতার হওয়া ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা জামায়াত সংশ্লিষ্টতার কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি। অন্যান্য কোনো গণমাধ্যমেও এই দাবির সত্যতা মেলেনি।

অতএব আলোচিত ফটোকার্ডটি ভুয়া এবং সম্পাদিত।

তথ্যসূত্র:

[https://www.facebook.com/share/p/1GC9h4uRkd/](https://www.facebook.com/share/p/1GC9h4uRkd/ “‌”)

[https://www.dhakapost.com/national/379028](https://www.dhakapost.com/national/379028 “‌”)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular