বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের ইসলামী আন্দোলনে যোগদানের গুঞ্জনের দাবিতে একাত্তর টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে দাবি করা হয়, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ জামায়াত ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছেন।
তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে দেখা গেছে, একাত্তর টিভি এমন কোনো ফটোকার্ড বা প্রতিবেদন প্রকাশ করেনি। একাত্তর টিভির অফিসিয়াল ফেসবুক পেজে ১৮ জানুয়ারির পোস্ট ও ফটোকার্ড যাচাই করেও আলোচিত কার্ডটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
অতএব, ড. শফিকুল ইসলাম মাসুদের জামায়াত ছেড়ে ইসলামী আন্দোলনে যোগদানের গুঞ্জনের দাবিতে একাত্তর টিভির নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া।

